আইফোনে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি

আইফোনে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি

আসসালামুয়ালাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়াই ভালো আছি (আলহামদুলিল্লাহ্‌)।
আজ আপনাদেরকে এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা খুব সহজে আই-ফোনে বাংলা টাইপ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তাহলে জেনে নিই_
প্রথমে আপনার আইফোন থেকে App Store এ যান তারপর KeyNounce Bennglai লিখে সার্চ দিন। এবং যে এপস টি আসবে সেটি ইনস্টল করে নিন। ইনস্টল করা শেষ হলে সেটিং / settings এ যান সেখান থেকে General > Keyboard > Keyboards > Add New Keyboard নিয়ে সেখানে Bengali Transliteration-Keyboard সিলেক্ট করুণ এখন Bangali Translteration ক্লিক করে Allow Full Access টা Allow করে দিন।
উপরে ছবিতে দেখানো লাল চিহ্নের মত আইকন আসবে সেখানে ক্লিক করে বাংলা মুড অন করে নিন। বাজ এখন আপনার কাজ শেষ। এখন বন্ধু-বান্ধবীদের সাথে বাংলায় এস, এম, এস, বা চ্যাটে মেতে উঠুন।
অবশ্যই এপসটি ডাউনলোড করার জন্য এপস স্টোরে আপনার একাউন্ট থাকতে হব এবং এপসটি ডাউনলোড করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। 
বিঃ দ্রঃ Apps টি ইনেস্টল করার পর ওপেন করলে বাংলা লেখার জন্য কি কি করতে হবে তা ভিডিও আকারে দেখা যাবে।

Post a Comment

মোট পাতাদর্শিত

Wednesday, October 14, 2015

আইফোনে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি

আসসালামুয়ালাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়াই ভালো আছি (আলহামদুলিল্লাহ্‌)।
আজ আপনাদেরকে এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা খুব সহজে আই-ফোনে বাংলা টাইপ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তাহলে জেনে নিই_
প্রথমে আপনার আইফোন থেকে App Store এ যান তারপর KeyNounce Bennglai লিখে সার্চ দিন। এবং যে এপস টি আসবে সেটি ইনস্টল করে নিন। ইনস্টল করা শেষ হলে সেটিং / settings এ যান সেখান থেকে General > Keyboard > Keyboards > Add New Keyboard নিয়ে সেখানে Bengali Transliteration-Keyboard সিলেক্ট করুণ এখন Bangali Translteration ক্লিক করে Allow Full Access টা Allow করে দিন।
উপরে ছবিতে দেখানো লাল চিহ্নের মত আইকন আসবে সেখানে ক্লিক করে বাংলা মুড অন করে নিন। বাজ এখন আপনার কাজ শেষ। এখন বন্ধু-বান্ধবীদের সাথে বাংলায় এস, এম, এস, বা চ্যাটে মেতে উঠুন।
অবশ্যই এপসটি ডাউনলোড করার জন্য এপস স্টোরে আপনার একাউন্ট থাকতে হব এবং এপসটি ডাউনলোড করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। 
বিঃ দ্রঃ Apps টি ইনেস্টল করার পর ওপেন করলে বাংলা লেখার জন্য কি কি করতে হবে তা ভিডিও আকারে দেখা যাবে।

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. free apple id - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger