জবসের স্মরণীয় ১০ উক্তি

জবসের স্মরণীয় ১০ উক্তি

স্যামসাংয়ের জরিমানা, মামলায় জিতেছে অ্যাপল

স্যামসাংয়ের জরিমানা, মামলায় জিতেছে অ্যাপল

অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না স্যামসাংয়ের। অ্যাপলকে জরিমানা দিতেই হচ্ছে তাদের। আর টাকার অঙ্কটাও বেশ বড়। গুনে গুনে ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার তাদের পকেট থেকে চলে যাচ্ছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
প্যাটেন্ট এবং ডিজাইন নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে লড়াই নতুন কোনো ঘটনা নয়। অনেক আগে থেকেই মামলা-মোকদ্দমার ব্যাপারগুলো চলে আসছে।
২০১১ সালে অ্যাপলে অনধিকার প্রবেশ এবং আইফোন এর ডিজাইন নকল করে স্মার্টফোন বানানোর অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম দফায় ২০১২ সালে যুক্তরাষ্ট্রের এক আদালত ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেন স্যামসাংকে। পরে আপিল করলে গত মে মাসে জরিমানার পরিমাণ ৩৮২ মিলিয়ন মার্কিন ডলার কমিয়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে জমা দেওয়া কাগজপত্রে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তারা অ্যাপলের পুরো পাওনা পরিশোধ করবে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আদালত অ্যাপলের অন্যায্য দাবির পক্ষেই রায় দিয়েছেন, এটা আমাদের জন্য হতাশাজনক।’
তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মোবাইল ফোন তো অনেকেই ব্যবহার করছি! কিন্তু মোবাইলের ইতিহাস, সংজ্ঞা এবং আবিষ্কারক সম্পর্কে জানি কতটুকু? সাথে থাকছে মোবাইল প্রযুক্তির শ্রেণী বিভাগ, উপকারিতা সহ নানাবিধ তথ্যাদি!!

মোবাইল ফোন তো অনেকেই ব্যবহার করছি! কিন্তু মোবাইলের ইতিহাস, সংজ্ঞা এবং আবিষ্কারক সম্পর্কে জানি কতটুকু? সাথে থাকছে মোবাইল প্রযুক্তির শ্রেণী বিভাগ, উপকারিতা সহ নানাবিধ তথ্যাদি!!

কখনো ভেবেছেন!! মোবাইল এর সংজ্ঞা কি?

হ্যা ভাই বর্তমানে বিজ্ঞান তথা প্রযুক্তির যুগে কম্পিউটারের মতই আর্শীবাদের আরেকটি প্রযুক্তি হচ্ছে মোবাইল ফোন। বর্তমানে তো এমন কিছু মোবাইল আছে যে গুলো একবারে বলা চলে পিসির কার্বন কপি। কারন কম্পিউটারের যাবতীয় কি করা যাচ্ছে না আপনার মোবাইল ডিভাইস যন্ত্রটির মাধ্যমে। প্রায় প্রত্যেকের হাতে হাতেই তো মোবাইল! তো আপনি বলতে পারবেন মোবাইল কি? অনেকেই হয়ত বলবেন ভাই বলতে না পারলেও এতটুকু জানি যে, বর্তমানে কেউ খাচ্ছে কিংবা মাথায় দিচ্ছে!!

যাইহোক মোবাইলের সংজ্ঞা দিতে গিয়ে সাধারন ভাবে বলা যায়, মোবাইল ফোন হলো এক প্রকার টেলিকম ইলেকট্রনিক যন্ত্র, কিংবা সেলুলার ফোন বলা হয়। এটি মোবাইল ফোনের মাধ্যমে রেডিও ওয়েভ বা স্যাটেলাইট বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়ে বেতার যোগাযোগ নেটওয়ার্ক সংযোগ তৈরি করে। মুলত কণ্ঠ যোগাযোগ, ছোট ছোট বাক্য সেবা (এসএমএস), মাল্টিমিডিয়া বার্তা সেবা (এমএমএস), ইন্টারনেট সেবাসমূহ যেমন ওয়েব ব্রাউজ এবং ই-মেইল অপারেট করাতে সক্ষম থাকে। উল্লেখ্য মোবাইল ফোনকে সেল্যুলার ফোনও বলা হয়ে থাকে।

 আভিধানিক অর্থ

ধারনা করা হয় ইংরেজী MOVE শব্দ হতে মোবাইল ফোন শব্দটি এছেসে। MOVE শব্দটি বাংলা অর্থ সরানো, নাড়ানো, চলমান ইত্যাদি। তাই চলমান অবস্থায় তারহীন যে ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল ফোন বলে।তারপরেও বিস্তারিত জানতে আপনারা একটু উইকপিডিয়াতে ঢুঁ মারতে পারেন এখানে।

 মোবাইল ফোনের আবিষ্কারক কে?

ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১  কেজি (২।২ পাউন্ড) ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
(ডঃ মার্টিন কুপার)
Cave Radio ধারণার উদ্ভব হয় সেই ১৯০৮ সালে, যেটাকে সেলুলার ফোনের জন্মসূত্র ধরা হয়। যদিও বাস্তবের মোবাইল ফোন এসেছে অনেক দেরিতে। দুই বছর পর ১৯১০ সালে Lars Magnus Ericsson তার গাড়িতে টেলিফোন লাগিয় ফেলেন, ভ্রাম্যমান ফোন হিসেবে এটার নামই প্রথম আসে। যদিও Ericsson-এর ফোনটা ঠিক Radio Phone ছিলোনা। ভদ্রলোক তাঁর গাড়ি নিয়ে দেশময় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজন হলেই গাড়ি থামিয়ে ফোনের সাথে লম্বা দুইটা তার লাগিয়ে নিতেন, তারপর National Phone Network ব্যবহার করে ফোন করার কাজ সারতেন !!
সমসাময়িক ইউরোপের ট্রেনগুলোতে প্রথম শ্রেনীর যাত্রীরা Radio Telephone ব্যবহারের সুযোগ পেতেন। এই সুবিধা ছিলো বার্লিন থেকে হামবুর্গ পর্যন্ত সীমাবদ্ধ। একই সময় বিমানের যাত্রীরা নিরাপত্তার খাতিরে রেডিও টেলিফোন সুবিধা পেতেন। এ জাতীয় ফোনের ব্যাপক ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানী মূলত ব্যাপক প্রচলন ঘটায়। সৈন্যরা যোগাযোগের জন্যে এটাকে ব্যবহার করত।
(প্রথম সেলুলার ফোন হাতে মার্টিন কুপার)
আমরা যে মোবাইল ফোন কে চিনি তার জন্ম ১৯৭৩ সালে। আজকের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানী মটরোলার হাত ধরে যাত্রা শুরু করে সেলুলার ফোন। নাম দেওয়া হয় DynaTAC 8000X। মজার ব্যাপার কি জানেন, এই ফোনটাতে কোনো ডিসপ্লে ছিলোনা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মটরোলার কর্মকর্তা Dr. Martin Cooper বেল ল্যাবস-এর কর্মকর্তা Dr. Joels Engel-এর সাথে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত মোবাইল ফোনে কথা বলেন। আর মোবাইল ফোনের ইতিহাসের সাথে জড়িয়ে যায় এই দুই বিজ্ঞানী, মটরোলা আর বেল ল্যাবস-এর নাম। অবশ্য Radio Telephone System-এর আবিস্কারক হিসেবে মার্টিন কুপার আর তাঁর গুরু Motorola Portable Communication Products-এর চীফ John F. Michel নাম US Patent-এ (Patent no. 3,906,166) লিপিবদ্ধ হয় ১৭ অক্টোবর ১৯৭৩ সালে।এটা বানিজ্যিক ভাবে মার্কেটে ছাড়া হয়েছিল ১৯৮৩ সালে।আর ১৯৯০সালেই এর ব্যবহারকারীর সংখা ১২.৪ মিলিয়নে পৌছে যায়। কিন্তু ২০১৪/০৪/১৫ পর্যন্ত সালে মোবাইল ফোন ব্যবহারকারির সংখা ১০ বিলিয়নে।
এটা হল আধুনিক মোবাইলের কথা।তবে বিশ্বে প্রথম ফোনটা করা হয়ে ছিল,আমেরিকায় ১৯৪৬ সালের ১৭ই জুন।এবং তা একটা গাড়ি থেকে করা হয়ে ছিল।যার ওজন ছিল ৮০ পাউন্ড।মানে প্রায় এক মণ।তখন খরচ ছিল প্রতি মাসে ফিস ২১০০টাকা (আজকের দিনে ২৪০০০ প্রায়) আর প্রতি মিনিটের বিল ছিল ২১-২৮ টাকা। আজকের দিনের(২৩৫-৩১৫টাকা প্রায়)। অবশ্য জেনারেশন ভিত্তিক মোবাইল ফোনের ইতিহাস বেশ কয়েকটা অংশে বিভক্ত আছে (যেমনঃ 1G, 2G, 2.5G, 2.75G, 3G, 4G)। বর্তমানে আমাদের দেশে ২ জির পর ৩ জি চালু হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে ৪ জি তো চলছেই উপরন্তু ৫জি চালু করার প্রস্ততুতি চলছে। পাশ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্যে এয়ারটেল ইন্ডিয়া ৪ জি সেবা চালু করেছে।

মোবাইল ফোনের প্রকারভেদ

  • বেসিক মোবাইল ফোন।
  • মিউজিক মোবাইল ফোন।
  • ক্যামেরা মোবাইল ফোন।
  • ভিডিও মোবাইল ফোন।
  • স্মার্ট মোবাইল ফোন।

সংক্ষেপে আলোচনাঃ

ক। বেসিক ফোনঃ

নামেই বুঝতেই পারছেন বেসিক ফোন কি জিনিসরে ভাই! হ্যা এটি একটি সাধারন মানের ফোন। দেখতেও তেমন চৌকস নই। বাংগালী অর্থে বলবেন যে, গরীবিয়ানা ফোন। এই ফোন সেটের মাধ্যমে কথা বলা ব্যতিত অন্য কোন কাজ করা যায় না। মনে করে দেখুন প্রায় ১০ বছর পূর্বে আমাদের দেশের ৮০% ব্যবহারকারীই সাধারন মানের সেট ব্যবহার করত। তখন একটি সাধারন মানের সেট ক্রয় করতে গিয়ে আজকের দিনের একটি অ্যান্ড্রয়েড সেট ক্রয় করা হত। সাধরন সেটের মধ্য অন্যতম উদাহরণ হচ্ছে  নোকিয়া ১১০০। বাংলাদেশে এর দাম ছিল প্রায় ৬৫০০/- মত। অবশ্য আমার জীবণের ১ম সেট হিসাবে এটি ব্যবহার করেছি। এবং স্মৃতি হিসাবে সেটটি এখনো সংরক্ষিত হিসাবে রেখেছি।

 খ। মিউজিক, ক্যামেরা ও ভিডিও মোবাইল ফোন

হ্যা পরবর্তী আপগ্রেডের সাথে সাধারন মোবাইল ফোন সেটের সাথে উক্ত বৈশিষ্ট্যবলী যোগ হতে শুরু করে। তখন এই ভাবে বাজারের সেট গুলোতে দেখা যায় যে, কোন সেটে ক্যামেরা সেট হয়েছে কিন্তু মিউজিক শোনার অপশন যোগ হয়নি। অপরদিকে মিউজিক.ভিডিও যোগ হয়েছে কিন্তু ক্যামেরা যোগ হয়নি। অর্থাত একটি বর্তমান থাকলে অন্যটি অনুপস্থিত থাকতে। তবে পরবর্তীতে এই সকল সুবিধাবলী মোবাইল সেটে সংযুক্ত করা হয়। বর্তমানে বাজারে আমরা প্রায় ৮০০৳-১৫০০৳ মধ্য সকল সুবিধা বিদ্যমান মোবাইল সেটগুলো পাচ্ছি। যেমন কিছুদিন পূর্বে আমি ব্যক্তিগতভাবে গ্রামীন ফোন কাষ্টমার সেন্টার হইতে ১৪৫০৳ দ্বারা সিম্ফনী ডি ৫৪ আই মডেলের সেট নিই। সেখানে গান শোনা, রেডিও, ভিডিও, ক্যামেরা যুক্ত আছে। এমনকি ইন্টারনেট ব্রাউজিং করা যায়। তাহলে অনেকেই বলবেন এটা কি তাহলে স্মার্ট ফোনের বৈশিষ্ট্য! না ভাই! এটাকে স্মার্ট ফোন বলা যাবে না, তবে এর বাচ্ছা বলতে পারেন যা মাল্টিমিডিয়া ফোন হিসাবে পরিচিত।

 গ। স্মার্ট মোবাইল ফোন

হুম মাল্টিমিডিয়া ফোনের গুরু/আব্বা হলো স্মার্ট মোবাইল ফোন। মাল্টিমিডিয়া ফোনের সব সুবিধাই বিদ্যমান। কিন্তু এর সাথে আধুনিক কিছু সুযোগ সুবিধা যোগ আছে। যেমন: ওয়াই ফাই ব্যবহার, মডেম রাউটার হিসাবে ব্যবহার, ক্যামেরা অনেক উন্নত সর্বনিম্ন প্রায় ৩ মেগাপিক্সেল, টাচ স্কীন তাও আবার অনেক ক্ষেত্রে পিসির মতই এলইডি প্রকৃতির। তাছাড়া কাজের প্রয়োজনে অসংখ্যক অ্যাপস সুবিধা বিদ্যমান। এবং এই ফোন সেট গুলো ওয়েবক্যাম এমনকি ভিডিও রেকর্ডার হিসাওে কাজে লাগানো যায়। প্রকৃতভাবে স্মার্ট ফোন সেটগুলোর মূল্য অনেকক বেশী সর্বনিম্ন বাংলাদেশী টাকাতে ১৫০০০৳- ১,৫০০০০৳ পর্যন্ত। বিষেশত ব্রান্ডিং কোম্পানীর স্মার্ট ফোনসেট গুলো অনেক টেকশই ও বিশ্বস্ত।
স্মার্ট মোবাইল ফোনের মধ্য উল্লেখযোগ্য হল Samsung Galaxy, Black berry, Sony xperia, Lumia, Motorolla X-Gen, LG-G4 এবং বাংলাদেশের Walton Primo

মোবাইল ফোনের সুবিধা

  • সহজে পরিবহনযোগ্য।
  • যেকোন স্থান থেকে সংযোগ রক্ষা করা যায়।
  • USB পোর্টের মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায়।
  • ভয়েজ মেইলের সুবিধা পাওয়া যায়।
  • মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।
  • অডিও, ভিডিও এর সুবিধা পাওয়া যায়।
  • একই সেটে একাধিক সিম ব্যবহার করা যায়।
  • Bluetooth, WI-FI এর সুবিধা পাওয়া যায়।

 মোবাইল ফোন দ্বারা আপনি কি করতে পারবেন? এক নজরে চোখ বুলাই

মোবাইল এমন একটা আজব বাট প্রয়োজনীয় বস্তু যা বাংলাদেশের প্রায় সবাই চেনেন।এটা চেনেন না এমন একটা লোক ও মনে হয় আজকের দিনে খুজে পাওয়া যাবে না।
মোবাইল একটা ইলেট্রনিক্স যন্ত্র যা দুই প্রান্তের যোগাযোগে সাহায্য করে।এক পথে খবর বা ডাটা যায় আর অন্য পথে খবর বা ডাটা আসে।মানে আপনি যা বলবেন অন্য প্রান্ত থেকে তা শুনতে পারবে আবার অন্য প্রান্ত থেকে যা বলবে আপনিও তা শুনতে পারবেন।এটা এক ধরনের ফোন যাকে নিয়ে আপনি যাকোন স্থানে যেতে পারবেন।শুধু মাত্র নেটওয়ার্ক আর বিল থাকাটাই জরুরী।যাহেতু একে নিয়ে আপনি যাকোন স্থানে মুভ করতে পারবেন তাই এর নাম মুভ থেকে মোবাইল,আর জিনিসটা যাহাতু ফোন তাই নামটাও মোবাইল ফোন।


মোবাইল ফোনের ব্যবহার

মোবাইল ফোনের ব্যবহার বিশ্বকে হাতের নাগালে এনে দিয়েছে। এর সবচেয়ে বড় যে সুবিধা তা হলো দ্র্বত যোগাযোগ। মোবাইল ফোন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে টেলিগ্রাফ বা টেলিফোনের সাহায্য নিতে হতো এবং তা ছিল ব্যয়বহুল ও অনেকটা ঝামেলাপূর্ণ। বর্তমানে মোবাইল ফোন কথা বলা ছাড়াও যেসব কাজে ব্যবহৃত হচ্ছে তা হলোঃ

ডিজিটাল ক্যামেরা

মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলে সেটা সংরৰণ করে রাখা সম্ভব হচ্ছে। প্রয়োজনে অন্য মোবাইলেও পাঠানো যায়। বর্তমান প্রযুক্তির থ্রি-জি এবং ফোর-জি মোবাইলগুলোতে যেসব ডিজিটাল ক্যামেরা সংযুক্ত করা আছে তা দিয়ে অনায়াসে যে কোনো ধরনের ছবি তোলা সম্ভব।

অডিও রেকর্ডার

মোবাইল ফোনের যে কোনো অডিও রেকর্ডও সংরক্ষণ করা সম্ভব। কিছু মোবাইল সরাসরি কথোপকথন রেকর্ড করতে সৰম।

ভিডিও রেকর্ডার

আধুনিক মোবাইল ফোনগুলোতে আনলিমিটেড ভিডিও রেকর্ডিং থাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব।

মাল্টিমিডিয়া মেসেজিং

মাল্টিমিডিয়া মেসেজিংয়ের (এমএমএস) মাধ্যমে যে কোনো ধরনের ধারণকৃত অডিও বা ভিডিও অন্য মোবাইলে স্থানান্তর করা সম্ভব।

ই-মেইল ব্যবহার

মোবাইল ফোন ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে যে কোনো স্থানে সহজে বার্তা আদান-প্রদান করা সম্ভব।

ইন্টারনেট ব্যবহার

আধুনিক মোবাইল ফোনগুলোতে ইন্টারনেট সুবিধা থাকছে। এর মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ এখন মোবাইলেই করা সম্ভব হচ্ছে

ভিডিও গেম সুবিধা

মোবাইল ফোনের মাধ্যমে বিনোদন এবং সময় কাটানোর উৎস হিসাবে ভিডিও গেমস্‌ এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

উপাত্ত পর্যবেক্ষণ

আধুনিক প্রযুক্তির মোবাইল ফোনের মাধ্যমে অনেকেই এখন অফিসের সব তথ্য আদান-প্রদান এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন।

গান শোনা

মোবাইলে গান সংরৰণ সুবিধা থাকায় এমপি থ্রি ও এমপি ফোরের মাধ্যমে যে কোনো গান শোনা যায়। এতে সময়ও কাটে, মনও ভালো থাকে।

টিভি দেখা

নেক্সট জেনারেশন মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানও সরাসরি দেখা যায়।

বারকোড রিডার

কয়েক প্রকার মোবাইল ফোন ব্যবহার করে এখন বিভিন্ন পণ্যের বারকোড পড়া সম্ভব হচ্ছে। ফলে পণ্যের গুণগত মান যাচাই করা যাচ্ছে।

সার কথা

 সময়ের পরিক্রমায় মোবাইল ফোন প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়ে পড়েছে। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এখন অপরিহার্য। নানান সুবিধা রয়েছে মোবাইল ফোনে। চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। প্রযুক্তির এই ব্যাপক উৎকর্ষ একদিকে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি কিছু অপব্যবহারও হচ্ছে। তবে এর দায়ভার সম্পূর্ণ এর ব্যবহারকারীর। তথাপি নিজেদেরও সচেনতার প্রয়োজন রয়েছে। আজকের টিউনের আলোচনা অনুযায়ী মোবাইলের সংজ্ঞা, ইতিহাস সহ উপকারিতার দিক হইতে নানাবিধ তথ্যাদি জানতে পারলাম। আগামী কালকের টিউনে মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও  প্রতিকারের বিষয় সমূহ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। -আল্লাহ্ হাফেজ-

 বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন -

আপনার আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস

আপনার আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস

আপনি নতুন আইওএস, অথবা একটি নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড, বা একটি ছবির নিতে চান হঠাৎ আপনি আপনার ফোনের মধ্যে মেমরি কম আছে এই সতর্কবার্তা পেলেন এবং তারপর আপনি কি করবেন?

১। হোম পর্দায় বন্ধ এপস

আপনি হোম বাটন চাপুন এবং হোম পর্দায় ফিরে যাওয়ার পরেও আপনার অ্যাপ্লিকেশন এখনও যদি হোম স্ক্রীন এ চলমান থাকে, তাহলে হোম বাটন ট্যাঁপ করুন যতক্ষণ না সকল ওপেন আপ্পস দেখা যায়ে। তারপর সওাইপ করে ক্লোজ করুন।

২। টেক্সট ডিলিট করুন

যেহেতু আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই অপ্রয়োজনীয় টেক্সট ডিলিট করুন।

৩। অপ্রয়োজনীয় গান ডিলিট করুন


অপ্রয়োজনীয় গান যা আপনি শুনেন না টা আইফোনের ইউনিফাইড স্টোরেজের অনেক স্টোরেজ দখল করে থাকে। তাই অপ্রয়োজনীয় গান ডিলিট করুন।

৪। ভোয়েস মেইল ডিলিট করুন


টেক্সট ও গানের মত ভোয়েস মেইল অনেক স্পেস দখল করে থাকে। তাই ভোয়েস মেইল থাকলে তা ডিলিট করুন।

৫। ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন

optimize_storage_icloud_photo_library_howto
যদি আপনার অনেক ছবি থাকে তাহলে ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন অবশ্যই।

৬। অকাজের আপ্পস ডিলিট করুন

IMG_3163
আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই যে সকল আপ্পস আপনি ব্যবহার করেন না তা অবশ্যই ডিলিট করুন। আপ্পসটির উপর কিছুক্ষণ প্রেস করে ধরুন তাহলে “x”  মার্ক দেখা যাবে আপসটির উপর। এইবার  “x”  মার্কটির উপর প্রেস করলে আপ্পসটি ডিলিট হয়ে যাবে।

৭। স্টোরেজ সঞ্চয় করে এমন আপ্পস ব্যবহার করুন

shutter_streamnation-3-700x467
অনলইন স্টোরেজ ড্রপবক্স, গুগল ড্রাইভ, গুগল ফটোস, আইক্লাউড ড্রাইভ ব্যবহার করে ফোনের স্টোরেজ সেভ করা যায়ে।

৮। সাফারির ট্যাব গুল ক্লোজ করুন

IMG_3165
প্রতিবার সাফারির পেজ ওপেন হয় নিউ ট্যাবে। সেগুল ওপেন থাকলে ম্যানুয়ালি ক্লোজ করুন।

৯। আপনার ফোন ব্যাকআপ করুন

connect-with-pc-mac-iphone-2
আপনি যদি সবচয়ে বেশি স্পেস পেতে চান তাহলে রেগুলার ইউএসবি দিয়ে পিসি/ল্যাপটপ দিয়ে আইটিউনে কানেকট করে আপনার ফোন ব্যাকআপ করুন।


...............................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: 

Thank you.

আপনার iPhone, iPod or iPad থেকে song Contacts,Message,Events,Notes,etc কপি করুন আপনার কম্পিউটারে। সকল iPhone, iPod or iPad ইউসার এর জন্য Must Need Software.ডাউনলোড করে রাখুন কাজে দিবে [iExplorer Latest]

আপনার iPhone, iPod or iPad থেকে song Contacts,Message,Events,Notes,etc কপি করুন আপনার কম্পিউটারে। সকল iPhone, iPod or iPad ইউসার এর জন্য Must Need Software.ডাউনলোড করে রাখুন কাজে দিবে [iExplorer Latest]

Name-iExplorer
Licence -premium
platform - Windows
iExplorer সহজেই একটি ম্যাক বা পিসি কম্পিউটার ও আই টিউনস এ কোনো আইফোন, আইপড বা iPad থেকে song,Contacts,message,Events,Notes,etc  কপি  করতে দেয়।    You can search for and preview particular songs then copy them to iTunes with the touch of a button or with drag and drop. Looking to transfer more than just a few tracks? With one click, iExplorer lets you instantly rebuild entire playlists or use the Auto Transfer feature and copy everything from your device to iTunes.
এর সাহায্যে এছাড়া আপনি Export করতে পারবেন Voicemails, Address Book Contacts, Calendar Events, Reminders, Notes & More...
Mount iPhone & iPad to Mac's Finder & Windows Explorer
iExplorer's disk mounting features allow you to use your iPhone, iPod or iPad like a USB flash drive.
Want to back up or move your games' high scores from one device to another? How about saving files directly to or from your favorite file manager such as iExplorer's iOS App iExplorer Mobile? iExplorer can do all of that and more.




................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.
এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!

এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!


বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লিখতে বসলাম।
আমি ব্যক্তিগতভাবে গান শুনতে পছন্দ করি। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু জীবন এখন এত্ত ব্যস্ত হয়ে গেছে যে আলাদাভাবে সময় বের করে গান শোনা অনেকটাই মুশকিল। তো যারা আমার মতো চলতি পথে গান শুনতে চান, কিংবা সর্বশেষ সংবাদ জেনে নিজেকে আপডেট রাখতে চান তাদের জন্য মোবাইল ফোনই ভরসা।
আমি আজ আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপ-এর নাম বলবো যেখানে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রেডিওই শুনতে পাবেন। অ্যাপটিতে রয়েছে ৮৫টিরও বেশি বাংলা রেডিও। মাত্র কয়েক মেগাবাইটের এই অ্যাপটি আপনার iPhone-এ ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ আপডেট শুনতে পারবেন। আমি নিজেও ডাউনলোড করেছি। অ্যাপটি অল্প ইন্টারনেট খরচেও আপনি ব্যবহার করতে পারবেন।
অ্যাপটিতে বিবিসি বাংলা, ভয়েস অব অামেরিকা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এবিসি রেডিও, রেডিও ফুর্তি, রেডিও টুডেসহ বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে থেকে প্রচারিত সকল বাংলা রেডিও যুক্ত হয়েছে।
তাহলে আপনার প্রিয় iPhone-এ এখনই ডাউনলোড করে নিন বাংলা রেডিও (Bangla-Radio)। ডাউনলোড লিঙ্ক : https://itunes.apple.com/us/app/bangla-radio/id1058803452?mt=8
আপনি ক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলে রেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী।
ব্যক্তিগত সমস্যা? প্রেম-ভালবাসা আর মন দেওয়া-নেওয়ার নানান সংকটে থাকলে একটু ঘুরে আসুন রেডিও চ্যানেলের লিস্টটি। পেয়ে যাবেন মনের মতো রেডিও চ্যানেল। কারণ অনেক চ্যানেলই এখন এ বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে।
সত্যি কথা বলতে কি, আপনার অবসরের সঙ্গী হতে পারে এই অ্যাপটি। মোবাইল থেকে বন্ধু কিংবা বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাট করছেন? তো চলতে থাকুক রোমান্টিক কোনো একটি গান। ট্রাফিক জ্যামে আটকে আছেন? কোন্ দিকে জ্যাম কম তা জানতেও সাহায্য করতে পারে এই অ্যাপটি। কারণ প্রায় রেডিওই লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকে।



................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.
“আইফোন/আইপ্যাড disabled connect to itunes” সমস্যার সমাধান

“আইফোন/আইপ্যাড disabled connect to itunes” সমস্যার সমাধান

আজ আমি আইফোন/আইপ্যাড যে সমস্যাটির কথা বলব তা অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা . সমস্যাটি হল আইফোন Disable হয়ে যায়/Passcode Lock থাকে. সমস্যাটি আপনি নিজেই সমাধান করতে পারেন, নিচের ধাপ গুলো লক্ষ্য করুন:
যদি আইফোন Disable হয়ে যায়/Passcode Lock থাকে, অ্যাপেল লোগোতে Stuck হয়ে যায় বা যেকোনো ধরনের সমস্যা থাকে তাহলে কম্পিউটারে আইফোন সংযোগ করে আইফোন বন্ধ করুন। যদি আইফোন একেবারেই বন্ধ করতে না পারেন তাতে সমস্যা নেই।
প্রথমে কম্পিউটারে আইটিউন ইনেস্টল করুন তারপর usb এর মাধ্যমে কানেক্ট করুন.

এখন আইফোনের লক/পাওয়ার বাটন চেপে যখন অ্যাপেল লোগো দেখা যাবে তখন লক এবং হোম এই দুই বাটন একসাথে চেপে ধরুন।
এভাবে ধরে রাখলে একসময় স্ক্রীন থেকে অ্যাপেল লোগো বা যাই থাকুক সব অফ হয়ে যাবে। তখন কোন বাটন থেকে হাত না সরিয়ে আরও ৪ সেকেন্ড ধরে রাখুন। এবার শুধু পাওয়ার/লক বাটন ছেড়ে দিয়ে আরও ৭-১০ সেকেন্ড হোম বাটন ধরে রাখুন।
তাহলে মোট ১৩ সেকেন্ড লক বাটন আর ১৭-২০ সেকেন্ড হোম বাটন টানা ধরে রাখতে হবে, ছেড়ে ছেড়ে ধরলে হবে না।
একসময় দেখবেন কম্পিউটারে লেখা আসবে Installing Device Software…. এই জাতীয় কিছু তখন সব বাটন থেকে হাত সরিয়ে নিন।
এবার ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারে iTunes ওপেন করুন। কম্পিউটারে ইন্টারনেট না থাকলে হবে না। এখন iTunes এ Ok চাপুন। এবার আপনার কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এর Restore iPhone এ ক্লিক করুন।
এবার যে বক্স বা উইন্ডো আসবে তাতে আপনার আইফোনের জন্য ডাউনলোড করা বর্তমান ফার্মওয়ার দেখিয়ে দিন।
সবকিছু ঠিক থাকলে নতুন ভার্সন ইন্সটল হয়ে যাবে। এভাবে আপডেট বা রিস্টোর করতে গিয়েও আবার Error আসতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। Error আসলে আইফোন বন্ধ না করে সংযোগ থাকা অবস্থায় আবার iTunes ওপেন করে কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এ দেখানো আপনার আইফোন থেকে Restore এ ক্লিক করলে ফার্মওয়ার ফাইল সিলেক্ট করার জন্য একটা নতুন উইন্ডো বা বক্স আসবে। তাতে আপনার ডাউনলোড করা বর্তমান ভার্সন দেখিয়ে দিন। এবার সম্পূর্ণ প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।





................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.

মোট পাতাদর্শিত

Tuesday, December 15, 2015

জবসের স্মরণীয় ১০ উক্তি

Tuesday, December 8, 2015

স্যামসাংয়ের জরিমানা, মামলায় জিতেছে অ্যাপল

অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না স্যামসাংয়ের। অ্যাপলকে জরিমানা দিতেই হচ্ছে তাদের। আর টাকার অঙ্কটাও বেশ বড়। গুনে গুনে ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার তাদের পকেট থেকে চলে যাচ্ছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
প্যাটেন্ট এবং ডিজাইন নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে লড়াই নতুন কোনো ঘটনা নয়। অনেক আগে থেকেই মামলা-মোকদ্দমার ব্যাপারগুলো চলে আসছে।
২০১১ সালে অ্যাপলে অনধিকার প্রবেশ এবং আইফোন এর ডিজাইন নকল করে স্মার্টফোন বানানোর অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম দফায় ২০১২ সালে যুক্তরাষ্ট্রের এক আদালত ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেন স্যামসাংকে। পরে আপিল করলে গত মে মাসে জরিমানার পরিমাণ ৩৮২ মিলিয়ন মার্কিন ডলার কমিয়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে জমা দেওয়া কাগজপত্রে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তারা অ্যাপলের পুরো পাওনা পরিশোধ করবে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আদালত অ্যাপলের অন্যায্য দাবির পক্ষেই রায় দিয়েছেন, এটা আমাদের জন্য হতাশাজনক।’
তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Saturday, November 28, 2015

মোবাইল ফোন তো অনেকেই ব্যবহার করছি! কিন্তু মোবাইলের ইতিহাস, সংজ্ঞা এবং আবিষ্কারক সম্পর্কে জানি কতটুকু? সাথে থাকছে মোবাইল প্রযুক্তির শ্রেণী বিভাগ, উপকারিতা সহ নানাবিধ তথ্যাদি!!

কখনো ভেবেছেন!! মোবাইল এর সংজ্ঞা কি?

হ্যা ভাই বর্তমানে বিজ্ঞান তথা প্রযুক্তির যুগে কম্পিউটারের মতই আর্শীবাদের আরেকটি প্রযুক্তি হচ্ছে মোবাইল ফোন। বর্তমানে তো এমন কিছু মোবাইল আছে যে গুলো একবারে বলা চলে পিসির কার্বন কপি। কারন কম্পিউটারের যাবতীয় কি করা যাচ্ছে না আপনার মোবাইল ডিভাইস যন্ত্রটির মাধ্যমে। প্রায় প্রত্যেকের হাতে হাতেই তো মোবাইল! তো আপনি বলতে পারবেন মোবাইল কি? অনেকেই হয়ত বলবেন ভাই বলতে না পারলেও এতটুকু জানি যে, বর্তমানে কেউ খাচ্ছে কিংবা মাথায় দিচ্ছে!!

যাইহোক মোবাইলের সংজ্ঞা দিতে গিয়ে সাধারন ভাবে বলা যায়, মোবাইল ফোন হলো এক প্রকার টেলিকম ইলেকট্রনিক যন্ত্র, কিংবা সেলুলার ফোন বলা হয়। এটি মোবাইল ফোনের মাধ্যমে রেডিও ওয়েভ বা স্যাটেলাইট বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়ে বেতার যোগাযোগ নেটওয়ার্ক সংযোগ তৈরি করে। মুলত কণ্ঠ যোগাযোগ, ছোট ছোট বাক্য সেবা (এসএমএস), মাল্টিমিডিয়া বার্তা সেবা (এমএমএস), ইন্টারনেট সেবাসমূহ যেমন ওয়েব ব্রাউজ এবং ই-মেইল অপারেট করাতে সক্ষম থাকে। উল্লেখ্য মোবাইল ফোনকে সেল্যুলার ফোনও বলা হয়ে থাকে।

 আভিধানিক অর্থ

ধারনা করা হয় ইংরেজী MOVE শব্দ হতে মোবাইল ফোন শব্দটি এছেসে। MOVE শব্দটি বাংলা অর্থ সরানো, নাড়ানো, চলমান ইত্যাদি। তাই চলমান অবস্থায় তারহীন যে ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল ফোন বলে।তারপরেও বিস্তারিত জানতে আপনারা একটু উইকপিডিয়াতে ঢুঁ মারতে পারেন এখানে।

 মোবাইল ফোনের আবিষ্কারক কে?

ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১  কেজি (২।২ পাউন্ড) ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
(ডঃ মার্টিন কুপার)
Cave Radio ধারণার উদ্ভব হয় সেই ১৯০৮ সালে, যেটাকে সেলুলার ফোনের জন্মসূত্র ধরা হয়। যদিও বাস্তবের মোবাইল ফোন এসেছে অনেক দেরিতে। দুই বছর পর ১৯১০ সালে Lars Magnus Ericsson তার গাড়িতে টেলিফোন লাগিয় ফেলেন, ভ্রাম্যমান ফোন হিসেবে এটার নামই প্রথম আসে। যদিও Ericsson-এর ফোনটা ঠিক Radio Phone ছিলোনা। ভদ্রলোক তাঁর গাড়ি নিয়ে দেশময় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজন হলেই গাড়ি থামিয়ে ফোনের সাথে লম্বা দুইটা তার লাগিয়ে নিতেন, তারপর National Phone Network ব্যবহার করে ফোন করার কাজ সারতেন !!
সমসাময়িক ইউরোপের ট্রেনগুলোতে প্রথম শ্রেনীর যাত্রীরা Radio Telephone ব্যবহারের সুযোগ পেতেন। এই সুবিধা ছিলো বার্লিন থেকে হামবুর্গ পর্যন্ত সীমাবদ্ধ। একই সময় বিমানের যাত্রীরা নিরাপত্তার খাতিরে রেডিও টেলিফোন সুবিধা পেতেন। এ জাতীয় ফোনের ব্যাপক ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানী মূলত ব্যাপক প্রচলন ঘটায়। সৈন্যরা যোগাযোগের জন্যে এটাকে ব্যবহার করত।
(প্রথম সেলুলার ফোন হাতে মার্টিন কুপার)
আমরা যে মোবাইল ফোন কে চিনি তার জন্ম ১৯৭৩ সালে। আজকের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানী মটরোলার হাত ধরে যাত্রা শুরু করে সেলুলার ফোন। নাম দেওয়া হয় DynaTAC 8000X। মজার ব্যাপার কি জানেন, এই ফোনটাতে কোনো ডিসপ্লে ছিলোনা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মটরোলার কর্মকর্তা Dr. Martin Cooper বেল ল্যাবস-এর কর্মকর্তা Dr. Joels Engel-এর সাথে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত মোবাইল ফোনে কথা বলেন। আর মোবাইল ফোনের ইতিহাসের সাথে জড়িয়ে যায় এই দুই বিজ্ঞানী, মটরোলা আর বেল ল্যাবস-এর নাম। অবশ্য Radio Telephone System-এর আবিস্কারক হিসেবে মার্টিন কুপার আর তাঁর গুরু Motorola Portable Communication Products-এর চীফ John F. Michel নাম US Patent-এ (Patent no. 3,906,166) লিপিবদ্ধ হয় ১৭ অক্টোবর ১৯৭৩ সালে।এটা বানিজ্যিক ভাবে মার্কেটে ছাড়া হয়েছিল ১৯৮৩ সালে।আর ১৯৯০সালেই এর ব্যবহারকারীর সংখা ১২.৪ মিলিয়নে পৌছে যায়। কিন্তু ২০১৪/০৪/১৫ পর্যন্ত সালে মোবাইল ফোন ব্যবহারকারির সংখা ১০ বিলিয়নে।
এটা হল আধুনিক মোবাইলের কথা।তবে বিশ্বে প্রথম ফোনটা করা হয়ে ছিল,আমেরিকায় ১৯৪৬ সালের ১৭ই জুন।এবং তা একটা গাড়ি থেকে করা হয়ে ছিল।যার ওজন ছিল ৮০ পাউন্ড।মানে প্রায় এক মণ।তখন খরচ ছিল প্রতি মাসে ফিস ২১০০টাকা (আজকের দিনে ২৪০০০ প্রায়) আর প্রতি মিনিটের বিল ছিল ২১-২৮ টাকা। আজকের দিনের(২৩৫-৩১৫টাকা প্রায়)। অবশ্য জেনারেশন ভিত্তিক মোবাইল ফোনের ইতিহাস বেশ কয়েকটা অংশে বিভক্ত আছে (যেমনঃ 1G, 2G, 2.5G, 2.75G, 3G, 4G)। বর্তমানে আমাদের দেশে ২ জির পর ৩ জি চালু হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে ৪ জি তো চলছেই উপরন্তু ৫জি চালু করার প্রস্ততুতি চলছে। পাশ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্যে এয়ারটেল ইন্ডিয়া ৪ জি সেবা চালু করেছে।

মোবাইল ফোনের প্রকারভেদ

  • বেসিক মোবাইল ফোন।
  • মিউজিক মোবাইল ফোন।
  • ক্যামেরা মোবাইল ফোন।
  • ভিডিও মোবাইল ফোন।
  • স্মার্ট মোবাইল ফোন।

সংক্ষেপে আলোচনাঃ

ক। বেসিক ফোনঃ

নামেই বুঝতেই পারছেন বেসিক ফোন কি জিনিসরে ভাই! হ্যা এটি একটি সাধারন মানের ফোন। দেখতেও তেমন চৌকস নই। বাংগালী অর্থে বলবেন যে, গরীবিয়ানা ফোন। এই ফোন সেটের মাধ্যমে কথা বলা ব্যতিত অন্য কোন কাজ করা যায় না। মনে করে দেখুন প্রায় ১০ বছর পূর্বে আমাদের দেশের ৮০% ব্যবহারকারীই সাধারন মানের সেট ব্যবহার করত। তখন একটি সাধারন মানের সেট ক্রয় করতে গিয়ে আজকের দিনের একটি অ্যান্ড্রয়েড সেট ক্রয় করা হত। সাধরন সেটের মধ্য অন্যতম উদাহরণ হচ্ছে  নোকিয়া ১১০০। বাংলাদেশে এর দাম ছিল প্রায় ৬৫০০/- মত। অবশ্য আমার জীবণের ১ম সেট হিসাবে এটি ব্যবহার করেছি। এবং স্মৃতি হিসাবে সেটটি এখনো সংরক্ষিত হিসাবে রেখেছি।

 খ। মিউজিক, ক্যামেরা ও ভিডিও মোবাইল ফোন

হ্যা পরবর্তী আপগ্রেডের সাথে সাধারন মোবাইল ফোন সেটের সাথে উক্ত বৈশিষ্ট্যবলী যোগ হতে শুরু করে। তখন এই ভাবে বাজারের সেট গুলোতে দেখা যায় যে, কোন সেটে ক্যামেরা সেট হয়েছে কিন্তু মিউজিক শোনার অপশন যোগ হয়নি। অপরদিকে মিউজিক.ভিডিও যোগ হয়েছে কিন্তু ক্যামেরা যোগ হয়নি। অর্থাত একটি বর্তমান থাকলে অন্যটি অনুপস্থিত থাকতে। তবে পরবর্তীতে এই সকল সুবিধাবলী মোবাইল সেটে সংযুক্ত করা হয়। বর্তমানে বাজারে আমরা প্রায় ৮০০৳-১৫০০৳ মধ্য সকল সুবিধা বিদ্যমান মোবাইল সেটগুলো পাচ্ছি। যেমন কিছুদিন পূর্বে আমি ব্যক্তিগতভাবে গ্রামীন ফোন কাষ্টমার সেন্টার হইতে ১৪৫০৳ দ্বারা সিম্ফনী ডি ৫৪ আই মডেলের সেট নিই। সেখানে গান শোনা, রেডিও, ভিডিও, ক্যামেরা যুক্ত আছে। এমনকি ইন্টারনেট ব্রাউজিং করা যায়। তাহলে অনেকেই বলবেন এটা কি তাহলে স্মার্ট ফোনের বৈশিষ্ট্য! না ভাই! এটাকে স্মার্ট ফোন বলা যাবে না, তবে এর বাচ্ছা বলতে পারেন যা মাল্টিমিডিয়া ফোন হিসাবে পরিচিত।

 গ। স্মার্ট মোবাইল ফোন

হুম মাল্টিমিডিয়া ফোনের গুরু/আব্বা হলো স্মার্ট মোবাইল ফোন। মাল্টিমিডিয়া ফোনের সব সুবিধাই বিদ্যমান। কিন্তু এর সাথে আধুনিক কিছু সুযোগ সুবিধা যোগ আছে। যেমন: ওয়াই ফাই ব্যবহার, মডেম রাউটার হিসাবে ব্যবহার, ক্যামেরা অনেক উন্নত সর্বনিম্ন প্রায় ৩ মেগাপিক্সেল, টাচ স্কীন তাও আবার অনেক ক্ষেত্রে পিসির মতই এলইডি প্রকৃতির। তাছাড়া কাজের প্রয়োজনে অসংখ্যক অ্যাপস সুবিধা বিদ্যমান। এবং এই ফোন সেট গুলো ওয়েবক্যাম এমনকি ভিডিও রেকর্ডার হিসাওে কাজে লাগানো যায়। প্রকৃতভাবে স্মার্ট ফোন সেটগুলোর মূল্য অনেকক বেশী সর্বনিম্ন বাংলাদেশী টাকাতে ১৫০০০৳- ১,৫০০০০৳ পর্যন্ত। বিষেশত ব্রান্ডিং কোম্পানীর স্মার্ট ফোনসেট গুলো অনেক টেকশই ও বিশ্বস্ত।
স্মার্ট মোবাইল ফোনের মধ্য উল্লেখযোগ্য হল Samsung Galaxy, Black berry, Sony xperia, Lumia, Motorolla X-Gen, LG-G4 এবং বাংলাদেশের Walton Primo

মোবাইল ফোনের সুবিধা

  • সহজে পরিবহনযোগ্য।
  • যেকোন স্থান থেকে সংযোগ রক্ষা করা যায়।
  • USB পোর্টের মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায়।
  • ভয়েজ মেইলের সুবিধা পাওয়া যায়।
  • মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।
  • অডিও, ভিডিও এর সুবিধা পাওয়া যায়।
  • একই সেটে একাধিক সিম ব্যবহার করা যায়।
  • Bluetooth, WI-FI এর সুবিধা পাওয়া যায়।

 মোবাইল ফোন দ্বারা আপনি কি করতে পারবেন? এক নজরে চোখ বুলাই

মোবাইল এমন একটা আজব বাট প্রয়োজনীয় বস্তু যা বাংলাদেশের প্রায় সবাই চেনেন।এটা চেনেন না এমন একটা লোক ও মনে হয় আজকের দিনে খুজে পাওয়া যাবে না।
মোবাইল একটা ইলেট্রনিক্স যন্ত্র যা দুই প্রান্তের যোগাযোগে সাহায্য করে।এক পথে খবর বা ডাটা যায় আর অন্য পথে খবর বা ডাটা আসে।মানে আপনি যা বলবেন অন্য প্রান্ত থেকে তা শুনতে পারবে আবার অন্য প্রান্ত থেকে যা বলবে আপনিও তা শুনতে পারবেন।এটা এক ধরনের ফোন যাকে নিয়ে আপনি যাকোন স্থানে যেতে পারবেন।শুধু মাত্র নেটওয়ার্ক আর বিল থাকাটাই জরুরী।যাহেতু একে নিয়ে আপনি যাকোন স্থানে মুভ করতে পারবেন তাই এর নাম মুভ থেকে মোবাইল,আর জিনিসটা যাহাতু ফোন তাই নামটাও মোবাইল ফোন।


মোবাইল ফোনের ব্যবহার

মোবাইল ফোনের ব্যবহার বিশ্বকে হাতের নাগালে এনে দিয়েছে। এর সবচেয়ে বড় যে সুবিধা তা হলো দ্র্বত যোগাযোগ। মোবাইল ফোন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে টেলিগ্রাফ বা টেলিফোনের সাহায্য নিতে হতো এবং তা ছিল ব্যয়বহুল ও অনেকটা ঝামেলাপূর্ণ। বর্তমানে মোবাইল ফোন কথা বলা ছাড়াও যেসব কাজে ব্যবহৃত হচ্ছে তা হলোঃ

ডিজিটাল ক্যামেরা

মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলে সেটা সংরৰণ করে রাখা সম্ভব হচ্ছে। প্রয়োজনে অন্য মোবাইলেও পাঠানো যায়। বর্তমান প্রযুক্তির থ্রি-জি এবং ফোর-জি মোবাইলগুলোতে যেসব ডিজিটাল ক্যামেরা সংযুক্ত করা আছে তা দিয়ে অনায়াসে যে কোনো ধরনের ছবি তোলা সম্ভব।

অডিও রেকর্ডার

মোবাইল ফোনের যে কোনো অডিও রেকর্ডও সংরক্ষণ করা সম্ভব। কিছু মোবাইল সরাসরি কথোপকথন রেকর্ড করতে সৰম।

ভিডিও রেকর্ডার

আধুনিক মোবাইল ফোনগুলোতে আনলিমিটেড ভিডিও রেকর্ডিং থাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব।

মাল্টিমিডিয়া মেসেজিং

মাল্টিমিডিয়া মেসেজিংয়ের (এমএমএস) মাধ্যমে যে কোনো ধরনের ধারণকৃত অডিও বা ভিডিও অন্য মোবাইলে স্থানান্তর করা সম্ভব।

ই-মেইল ব্যবহার

মোবাইল ফোন ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে যে কোনো স্থানে সহজে বার্তা আদান-প্রদান করা সম্ভব।

ইন্টারনেট ব্যবহার

আধুনিক মোবাইল ফোনগুলোতে ইন্টারনেট সুবিধা থাকছে। এর মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ এখন মোবাইলেই করা সম্ভব হচ্ছে

ভিডিও গেম সুবিধা

মোবাইল ফোনের মাধ্যমে বিনোদন এবং সময় কাটানোর উৎস হিসাবে ভিডিও গেমস্‌ এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

উপাত্ত পর্যবেক্ষণ

আধুনিক প্রযুক্তির মোবাইল ফোনের মাধ্যমে অনেকেই এখন অফিসের সব তথ্য আদান-প্রদান এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন।

গান শোনা

মোবাইলে গান সংরৰণ সুবিধা থাকায় এমপি থ্রি ও এমপি ফোরের মাধ্যমে যে কোনো গান শোনা যায়। এতে সময়ও কাটে, মনও ভালো থাকে।

টিভি দেখা

নেক্সট জেনারেশন মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানও সরাসরি দেখা যায়।

বারকোড রিডার

কয়েক প্রকার মোবাইল ফোন ব্যবহার করে এখন বিভিন্ন পণ্যের বারকোড পড়া সম্ভব হচ্ছে। ফলে পণ্যের গুণগত মান যাচাই করা যাচ্ছে।

সার কথা

 সময়ের পরিক্রমায় মোবাইল ফোন প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়ে পড়েছে। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এখন অপরিহার্য। নানান সুবিধা রয়েছে মোবাইল ফোনে। চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। প্রযুক্তির এই ব্যাপক উৎকর্ষ একদিকে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি কিছু অপব্যবহারও হচ্ছে। তবে এর দায়ভার সম্পূর্ণ এর ব্যবহারকারীর। তথাপি নিজেদেরও সচেনতার প্রয়োজন রয়েছে। আজকের টিউনের আলোচনা অনুযায়ী মোবাইলের সংজ্ঞা, ইতিহাস সহ উপকারিতার দিক হইতে নানাবিধ তথ্যাদি জানতে পারলাম। আগামী কালকের টিউনে মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও  প্রতিকারের বিষয় সমূহ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। -আল্লাহ্ হাফেজ-

 বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন -

আপনার আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস

আপনি নতুন আইওএস, অথবা একটি নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড, বা একটি ছবির নিতে চান হঠাৎ আপনি আপনার ফোনের মধ্যে মেমরি কম আছে এই সতর্কবার্তা পেলেন এবং তারপর আপনি কি করবেন?

১। হোম পর্দায় বন্ধ এপস

আপনি হোম বাটন চাপুন এবং হোম পর্দায় ফিরে যাওয়ার পরেও আপনার অ্যাপ্লিকেশন এখনও যদি হোম স্ক্রীন এ চলমান থাকে, তাহলে হোম বাটন ট্যাঁপ করুন যতক্ষণ না সকল ওপেন আপ্পস দেখা যায়ে। তারপর সওাইপ করে ক্লোজ করুন।

২। টেক্সট ডিলিট করুন

যেহেতু আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই অপ্রয়োজনীয় টেক্সট ডিলিট করুন।

৩। অপ্রয়োজনীয় গান ডিলিট করুন


অপ্রয়োজনীয় গান যা আপনি শুনেন না টা আইফোনের ইউনিফাইড স্টোরেজের অনেক স্টোরেজ দখল করে থাকে। তাই অপ্রয়োজনীয় গান ডিলিট করুন।

৪। ভোয়েস মেইল ডিলিট করুন


টেক্সট ও গানের মত ভোয়েস মেইল অনেক স্পেস দখল করে থাকে। তাই ভোয়েস মেইল থাকলে তা ডিলিট করুন।

৫। ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন

optimize_storage_icloud_photo_library_howto
যদি আপনার অনেক ছবি থাকে তাহলে ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন অবশ্যই।

৬। অকাজের আপ্পস ডিলিট করুন

IMG_3163
আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই যে সকল আপ্পস আপনি ব্যবহার করেন না তা অবশ্যই ডিলিট করুন। আপ্পসটির উপর কিছুক্ষণ প্রেস করে ধরুন তাহলে “x”  মার্ক দেখা যাবে আপসটির উপর। এইবার  “x”  মার্কটির উপর প্রেস করলে আপ্পসটি ডিলিট হয়ে যাবে।

৭। স্টোরেজ সঞ্চয় করে এমন আপ্পস ব্যবহার করুন

shutter_streamnation-3-700x467
অনলইন স্টোরেজ ড্রপবক্স, গুগল ড্রাইভ, গুগল ফটোস, আইক্লাউড ড্রাইভ ব্যবহার করে ফোনের স্টোরেজ সেভ করা যায়ে।

৮। সাফারির ট্যাব গুল ক্লোজ করুন

IMG_3165
প্রতিবার সাফারির পেজ ওপেন হয় নিউ ট্যাবে। সেগুল ওপেন থাকলে ম্যানুয়ালি ক্লোজ করুন।

৯। আপনার ফোন ব্যাকআপ করুন

connect-with-pc-mac-iphone-2
আপনি যদি সবচয়ে বেশি স্পেস পেতে চান তাহলে রেগুলার ইউএসবি দিয়ে পিসি/ল্যাপটপ দিয়ে আইটিউনে কানেকট করে আপনার ফোন ব্যাকআপ করুন।


...............................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: 

Thank you.

Tuesday, November 24, 2015

আপনার iPhone, iPod or iPad থেকে song Contacts,Message,Events,Notes,etc কপি করুন আপনার কম্পিউটারে। সকল iPhone, iPod or iPad ইউসার এর জন্য Must Need Software.ডাউনলোড করে রাখুন কাজে দিবে [iExplorer Latest]

Name-iExplorer
Licence -premium
platform - Windows
iExplorer সহজেই একটি ম্যাক বা পিসি কম্পিউটার ও আই টিউনস এ কোনো আইফোন, আইপড বা iPad থেকে song,Contacts,message,Events,Notes,etc  কপি  করতে দেয়।    You can search for and preview particular songs then copy them to iTunes with the touch of a button or with drag and drop. Looking to transfer more than just a few tracks? With one click, iExplorer lets you instantly rebuild entire playlists or use the Auto Transfer feature and copy everything from your device to iTunes.
এর সাহায্যে এছাড়া আপনি Export করতে পারবেন Voicemails, Address Book Contacts, Calendar Events, Reminders, Notes & More...
Mount iPhone & iPad to Mac's Finder & Windows Explorer
iExplorer's disk mounting features allow you to use your iPhone, iPod or iPad like a USB flash drive.
Want to back up or move your games' high scores from one device to another? How about saving files directly to or from your favorite file manager such as iExplorer's iOS App iExplorer Mobile? iExplorer can do all of that and more.




................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.

এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!


বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লিখতে বসলাম।
আমি ব্যক্তিগতভাবে গান শুনতে পছন্দ করি। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু জীবন এখন এত্ত ব্যস্ত হয়ে গেছে যে আলাদাভাবে সময় বের করে গান শোনা অনেকটাই মুশকিল। তো যারা আমার মতো চলতি পথে গান শুনতে চান, কিংবা সর্বশেষ সংবাদ জেনে নিজেকে আপডেট রাখতে চান তাদের জন্য মোবাইল ফোনই ভরসা।
আমি আজ আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপ-এর নাম বলবো যেখানে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রেডিওই শুনতে পাবেন। অ্যাপটিতে রয়েছে ৮৫টিরও বেশি বাংলা রেডিও। মাত্র কয়েক মেগাবাইটের এই অ্যাপটি আপনার iPhone-এ ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ আপডেট শুনতে পারবেন। আমি নিজেও ডাউনলোড করেছি। অ্যাপটি অল্প ইন্টারনেট খরচেও আপনি ব্যবহার করতে পারবেন।
অ্যাপটিতে বিবিসি বাংলা, ভয়েস অব অামেরিকা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এবিসি রেডিও, রেডিও ফুর্তি, রেডিও টুডেসহ বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে থেকে প্রচারিত সকল বাংলা রেডিও যুক্ত হয়েছে।
তাহলে আপনার প্রিয় iPhone-এ এখনই ডাউনলোড করে নিন বাংলা রেডিও (Bangla-Radio)। ডাউনলোড লিঙ্ক : https://itunes.apple.com/us/app/bangla-radio/id1058803452?mt=8
আপনি ক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলে রেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী।
ব্যক্তিগত সমস্যা? প্রেম-ভালবাসা আর মন দেওয়া-নেওয়ার নানান সংকটে থাকলে একটু ঘুরে আসুন রেডিও চ্যানেলের লিস্টটি। পেয়ে যাবেন মনের মতো রেডিও চ্যানেল। কারণ অনেক চ্যানেলই এখন এ বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে।
সত্যি কথা বলতে কি, আপনার অবসরের সঙ্গী হতে পারে এই অ্যাপটি। মোবাইল থেকে বন্ধু কিংবা বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাট করছেন? তো চলতে থাকুক রোমান্টিক কোনো একটি গান। ট্রাফিক জ্যামে আটকে আছেন? কোন্ দিকে জ্যাম কম তা জানতেও সাহায্য করতে পারে এই অ্যাপটি। কারণ প্রায় রেডিওই লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকে।



................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.

“আইফোন/আইপ্যাড disabled connect to itunes” সমস্যার সমাধান

আজ আমি আইফোন/আইপ্যাড যে সমস্যাটির কথা বলব তা অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা . সমস্যাটি হল আইফোন Disable হয়ে যায়/Passcode Lock থাকে. সমস্যাটি আপনি নিজেই সমাধান করতে পারেন, নিচের ধাপ গুলো লক্ষ্য করুন:
যদি আইফোন Disable হয়ে যায়/Passcode Lock থাকে, অ্যাপেল লোগোতে Stuck হয়ে যায় বা যেকোনো ধরনের সমস্যা থাকে তাহলে কম্পিউটারে আইফোন সংযোগ করে আইফোন বন্ধ করুন। যদি আইফোন একেবারেই বন্ধ করতে না পারেন তাতে সমস্যা নেই।
প্রথমে কম্পিউটারে আইটিউন ইনেস্টল করুন তারপর usb এর মাধ্যমে কানেক্ট করুন.

এখন আইফোনের লক/পাওয়ার বাটন চেপে যখন অ্যাপেল লোগো দেখা যাবে তখন লক এবং হোম এই দুই বাটন একসাথে চেপে ধরুন।
এভাবে ধরে রাখলে একসময় স্ক্রীন থেকে অ্যাপেল লোগো বা যাই থাকুক সব অফ হয়ে যাবে। তখন কোন বাটন থেকে হাত না সরিয়ে আরও ৪ সেকেন্ড ধরে রাখুন। এবার শুধু পাওয়ার/লক বাটন ছেড়ে দিয়ে আরও ৭-১০ সেকেন্ড হোম বাটন ধরে রাখুন।
তাহলে মোট ১৩ সেকেন্ড লক বাটন আর ১৭-২০ সেকেন্ড হোম বাটন টানা ধরে রাখতে হবে, ছেড়ে ছেড়ে ধরলে হবে না।
একসময় দেখবেন কম্পিউটারে লেখা আসবে Installing Device Software…. এই জাতীয় কিছু তখন সব বাটন থেকে হাত সরিয়ে নিন।
এবার ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারে iTunes ওপেন করুন। কম্পিউটারে ইন্টারনেট না থাকলে হবে না। এখন iTunes এ Ok চাপুন। এবার আপনার কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এর Restore iPhone এ ক্লিক করুন।
এবার যে বক্স বা উইন্ডো আসবে তাতে আপনার আইফোনের জন্য ডাউনলোড করা বর্তমান ফার্মওয়ার দেখিয়ে দিন।
সবকিছু ঠিক থাকলে নতুন ভার্সন ইন্সটল হয়ে যাবে। এভাবে আপডেট বা রিস্টোর করতে গিয়েও আবার Error আসতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। Error আসলে আইফোন বন্ধ না করে সংযোগ থাকা অবস্থায় আবার iTunes ওপেন করে কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এ দেখানো আপনার আইফোন থেকে Restore এ ক্লিক করলে ফার্মওয়ার ফাইল সিলেক্ট করার জন্য একটা নতুন উইন্ডো বা বক্স আসবে। তাতে আপনার ডাউনলোড করা বর্তমান ভার্সন দেখিয়ে দিন। এবার সম্পূর্ণ প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।





................................................................................................................................................
Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, 
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.

Social Share

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. free apple id - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger