আইফোনের একটি প্রয়োজনিয় টিপস নিয়ে নিন এখনি
মোট পাতাদর্শিত
Friday, October 16, 2015
আইফোনের একটি প্রয়োজনিয় টিপস নিয়ে নিন এখনি
আমি ভাল আছি টেকটিউনসের সকল শুভাকাঙ্খীর দোয়ায় আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আইফোনের
একটি প্রয়োজনিয় টিপস নিয়ে যদিও আমি আইফোন ইউজার না কিন্তু আমি এটা জানি তাই সেয়ার করছি ব্যস এখন তাহলে আজকের বিষয়ের কথায় চলে যাই...............।
আগেই বলেছি আমি আইফোন ইউজার না কিন্তু এখন অনেই আইফোন ব্যবহার করেন আর আপনার এই পছন্দের প্রিয় মোবাইলটি যখন তখন চুরি হতে পারে চোরের হাতের নাগালে রাখা সত্তেত্ত আর
চোর বেটা মোবাইল চুরি করে সাথে সাথেই মোবাইল অফ করে দেয় যেন আপনি খুঁজে না পান বা এজন্য কল না দেন । কিন্তু যদি এমন করা যায় চোর সহজে পাওয়ার অফ করতে পারছেনা, কেমন হয় ?
অবশ্যই ভাল তাইনা । হুম আপনার জেইলব্রোকেন আইফোনে আপনি এই সেটিং টি সেট করে নিতে পারেন power
security টুইক এর মাধ্যমে । এতে আপনার দেয়া পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই ফোনের পাওয়ার অফ করা যাবেনা ।
কাজে আসলে জানাবেন কিন্তু ।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment