কিভাবে iCloud এর অপশন সেট করবেন এবং এটা দিয়ে যা যা হয় তা জানুন।

কিভাবে iCloud এর অপশন সেট করবেন এবং এটা দিয়ে যা যা হয় তা জানুন।


পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

আইফোন হারিয়ে গেলেও যদি iOS7+ এবং iCloud ID দিয়ে Finds My iPhone অন করা থাকে তাহলে সেই আইফোন আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যাবহার করতে পারবে না। এই সম্পর্কে বিস্তারিত Find My iPhone সেকশনে আছে। পুরা পোস্ট পড়ে দেখুন। কাজে লাগবে আশা করি। এই পোস্টটা Settings > iCloud Sign In করলে যা যা সেটিং আসবে তা নিয়ে করা।

iCloud দিয়ে অনেক কিছু ব্যাকআপ করা যায়। যেমনঃ Contacts, Calendar, Reminder, Safari, Passbook, Keychain, Photos, Documents & Data. এছাড়া ...me.com বা...iCloud.com  জাতীয় iCloud আইডি থাকলে Mail, Notes ব্যাকআপ করা যায়। সকল ব্যাকআপ ইন্টারনেটে সেভ হয়ে থাকবে। তাই আইফোন চুরি হয়ে গেলেও এসকল গুরুত্বপূর্ণ তথ্য ফেরত পাওয়া যাবে। যেকোন অ্যাক্টিভ অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud অ্যাকাউন্ট খুলা যায়। শুধু Settings > iCloud > এ গিয়ে সাইন ইন করে Agree তে ক্লিক করলেই হবে। আর যদি আপনার আইফোনে iOS7+ থাকে তাহলে Find My iPhone অন করে আপনার আইফোন চুরি বা হারিয়ে গেলেও কেউ আর তা ব্যাবহার করতে পারবে না আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড না দিয়ে। তাই সবসময় যে অ্যাপেল আইডি পাসওয়ার্ড ব্যাবহার করবেন তা মনে রাখুন। কারণ আপনি নিজে ভুলে গেলেও অনেক সমস্যায় পড়বেন।

* Mail: যদি আপনার iCloud ID …..me.com or ……icloud.com এই দুইটার একটা হয় তাহলে আপনি এসব মেইলের ইমেইল গুলো দেখতে পাবেন, এই অপশন অন করে। আর যদি অন্য কোন ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি করা থাকে তাহলে এই অপশন অন করে সঠিক নিয়ম কানুন ফলো করে আপনি প্রথম অংশ একই রেখে me/icloud.com এর নতুন ইমেইল বানাতে পারবেন।

* Contacts: ইন্টারনেটে আপনার আইফোনের ফোন নাম্বার সেভ করে রাখার জন্য এই অপশন অন করে রাখুন। যখনি কোন নতুন নাম্বার সেভ করবেন তখনি তা আপডেট করে রাখবে। শুধু ইন্টারনেট লাগবে। যদি ইন্টারনেট না থাকে তাহলে পরে যখন ইন্টারনেট থাকবে তখন Contacts/Phone অ্যাপসে গিয়ে উপরে বামে পেঁচানো অপশন এ ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। এটা আগে থেকেই অন করা থাকে যদি অফ করতে যান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Phone Number গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Phone Number গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) তাছাড়াও Yahoo/Gmail/Other ইমেইল দিয়েও Contacts/Phone Number সেভ করা যায়।

* Calendars: আপনার আইফোনের Calendar অ্যাপসে যদি কোন কিছু সেভ করে রাখেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে এটা অন করে রাখলে। যেমন কারো জন্ম তারিখ, কোন ইভেন্ট। এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Calendar Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Calendar Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Reminders: আপনার আইফোনের Reminder অ্যাপসে যদি কোন কিছু সেভ করে রাখেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে এটা অন করে রাখলে। এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Reminder Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Reminder Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Safari: এটা অন থাকলে আপনার আইফোনের Safari Browser অ্যাপসে যা কিছু সেভ করে রাখবেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে। যেমনঃ Bookmarks, History, Reading List. এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে থাকা Safari Browser এর Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে থাকা Safari Browser এর Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Notes: যদি iCloud অ্যাকাউন্টটি @me/icloud.com এর যেকোনো একটা হয় তাহলে এই অপশন অন করে Notes অ্যাপসের সকল ইনফর্মেশন ইন্টারনেটে ব্যাকআপ রাখতে পারবেন। তবে আগে থেকে সেভ করা নোট সেভ হবে না। এটা অন করার পর থেকে সেভ করা সকল নোট অ্যাপসের ইনফর্মেশন সেভ থাকবে। তাছাড়া ইয়াহু/জিমেইল/অন্য ইমেইল দিয়েও নোট সেভ করা যায়।

* Passbook: উন্নত দেশে যেসব অ্যাপস Passbook সাপোর্ট করে যেমন Airline Boarding Passes, Movie Tickets, and Gift Cards সেইসব অ্যাপসের ব্যাকআপ ইন্টারনেটে সেভ করার জন্য এই অপশন, যা iPhone or iPod touch দিয়ে স্ক্যান করে Flight এর Check In, Redeem a Coupon এবং আরও অনেক কিছু করা যায়। এটা অফ করে রাখুন। না হলে ইন্টারনেট খরচ হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

* Keychain: iOS7.0.3+ এর পর থেকে সকল সফটওয়্যার ভার্সনের জন্য নতুন অপশন যা আপনার সকল অ্যাপেল প্রোডাক্ট এই ব্যাবহার করতে পারবেন। তবে প্রথমে ভেরিফাই করে নিতে হয়। এটা মূলত পাসওয়ার্ড আর ক্রেডিট কার্ড এর তথ্য সেভ করে রাখার কাজে ব্যাবহার করতে হয়। যাদের দরকার নেই তারা এটা অফ রাখুন।

* Photos: Photo Stream & Photo Share করার অপশন অফ করে দিন, যদি দরকার না থাকে। এগুলো অন থাকলে ইন্টারনেট খরচ হবে। তবে যাদের এই ব্যাপারে ভাল আইডিয়া আছে তাদের কথা ভিন্ন। এখান থেকে ছবি iCloud এ সেভ করা যায় তবে ওয়াইফাই লাগবে। আর এক অ্যাপেল আইডি থেকে আরেক অ্যাপেল আইডির ইমেইল এ ছবি শেয়ার করা যায়, এটা করতে ফটো শেয়ার অন রাখুন।

* Documents & Data: এটা অন থাকলে ইন্টারনেট খরচ হতে থাকবে। এটা আগে থেকেই অন থাকে, তাই অফ করে রাখুন। যখন অফ করবেন একটা অপশন আসবে Turn Off Documents তাতে ক্লিক করুন। যদি অন রাখতে চান তাহলে এই অপশন থেকে যে যে অ্যাপস অন রাখবেন সেই অ্যাপসের ডকুমেন্টগুলো iCloud এ সেভ হবে। যা তেমন একটা দরকারি না। এখানে যদি Cellular Data অপশন পান তাহলে অবশ্যই অবশ্যই অফ রাখুন। তা না হলে ব্যাটারি লাইফ ও ইন্টারনেট সবই খরচ হবে।

* Find My iPhone: অ্যাপেল এর আইফোন চুরি বা হারিয়ে গেলে অন্য কেউ যাতে ব্যাবহার না করতে পারে তার জন্য আইফোনের সফটওয়্যার ভার্সন iOS7+ এ নতুন একটি অপশন রেখেছে যাকে Activation Lock বলে। এটা অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud এর Finds My iPhone এর মাধ্যমে কাজ করে। আপনার আইফোনে যখনি অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud এ সাইন ইন করবেন তখনি এটা অ্যাপেল তাদের নিজস্ব সার্ভারে সেভ করে রাখে। এটা অফ করতে চাইলে Settings > iCloud > Finds My iPhone > Off করতে হবে। কিন্তু অফ করার সময় সেই অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড লাগবে যেটা দিয়ে এটা অন করা থাকবে।

যদি সেই অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে সেই আইফোন আর কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে পারবে না আসল অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড ছাড়া। তাই নতুন আইফোন কিনার আগে Settings > iCloud > এখানে কোন অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করা থাকলে তা ডিলিট করে নিন। যদি ডিলিট না হয় তাহলে সেই আইফোন কিনবেন না।

যদি কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে চান তাহলে আগে দেখে নিন Settings > iCloud > এখানে যে অ্যাপেল আইডি দিয়ে Finds My iPhone অন করা তার পাসওয়ার্ড জানেন কিনা। না জানলে কিন্তু সেই আইফোন রিস্টোর করতে যাবেন না।

এই সমস্যার কারনে অনেক অনেক আইফোন এখন ব্যাবহার অনুপযোগী হয়ে গেছে। এখন পর্যন্ত এর কোন ByPass সমাধান বের হয় নাই। ভবিষ্যতে বের হবে কিনা তাও কারো জানা নাই। এরকম থাকলে বর্তমানে সেই আইফোনের মাদারবোর্ড ছাড়া বাকি অংশ অন্য আইফোনে পার্টস হিসেবে ব্যাবহার করতে পারবেন।

যদি আপনার আইফোনের ভার্সন iOS6 বা তার নিচে হয় তাহলে এরকম কোন সমস্যা নাই। আইফোন অন করার সময় যদি অ্যাপেল এর লোগোটা মাঝখানে কাটা থাকে তাহলে সেটা iOS6 বা তার নিচের সফটওয়্যার ভার্সন। এরকম হলে আপনি সফটওয়্যার রিস্টোর বা আপডেট দিয়ে আবার সেই আইফোন ঠিক করতে পারবেন যদি আইফোন ডিসেবল বা পাসওয়ার্ড লক থাকে।

রিস্টোর বা আপডেট দেবার আগে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে আরও বিস্তারিত দেয়া আছে।

* Storage & Backup: এটা দিয়ে ইন্টারনেটে আপনার আইফোনের Camera Roll, Accounts, Documents & Settings সেভ করা যায়, তবে ওয়াইফাই লাগবে। যদি কেউ পিসিতে আইটুনস দিয়ে ম্যানুয়ালি ব্যাকআপ করতে চান তাহলে অবশ্যই iCloud Backup অফ রাখুন। আর অ্যাপেল ৫জিবি পর্যন্ত ফ্রী ব্যাকআপ রাখার সুযোগ দেয় তারপর কিনে নিতে হবে। খুব দরকার না থাকলে এটা অফ করে রাখুন।


Post a Comment

মোট পাতাদর্শিত

Wednesday, October 14, 2015

কিভাবে iCloud এর অপশন সেট করবেন এবং এটা দিয়ে যা যা হয় তা জানুন।


পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

আইফোন হারিয়ে গেলেও যদি iOS7+ এবং iCloud ID দিয়ে Finds My iPhone অন করা থাকে তাহলে সেই আইফোন আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যাবহার করতে পারবে না। এই সম্পর্কে বিস্তারিত Find My iPhone সেকশনে আছে। পুরা পোস্ট পড়ে দেখুন। কাজে লাগবে আশা করি। এই পোস্টটা Settings > iCloud Sign In করলে যা যা সেটিং আসবে তা নিয়ে করা।

iCloud দিয়ে অনেক কিছু ব্যাকআপ করা যায়। যেমনঃ Contacts, Calendar, Reminder, Safari, Passbook, Keychain, Photos, Documents & Data. এছাড়া ...me.com বা...iCloud.com  জাতীয় iCloud আইডি থাকলে Mail, Notes ব্যাকআপ করা যায়। সকল ব্যাকআপ ইন্টারনেটে সেভ হয়ে থাকবে। তাই আইফোন চুরি হয়ে গেলেও এসকল গুরুত্বপূর্ণ তথ্য ফেরত পাওয়া যাবে। যেকোন অ্যাক্টিভ অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud অ্যাকাউন্ট খুলা যায়। শুধু Settings > iCloud > এ গিয়ে সাইন ইন করে Agree তে ক্লিক করলেই হবে। আর যদি আপনার আইফোনে iOS7+ থাকে তাহলে Find My iPhone অন করে আপনার আইফোন চুরি বা হারিয়ে গেলেও কেউ আর তা ব্যাবহার করতে পারবে না আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড না দিয়ে। তাই সবসময় যে অ্যাপেল আইডি পাসওয়ার্ড ব্যাবহার করবেন তা মনে রাখুন। কারণ আপনি নিজে ভুলে গেলেও অনেক সমস্যায় পড়বেন।

* Mail: যদি আপনার iCloud ID …..me.com or ……icloud.com এই দুইটার একটা হয় তাহলে আপনি এসব মেইলের ইমেইল গুলো দেখতে পাবেন, এই অপশন অন করে। আর যদি অন্য কোন ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি করা থাকে তাহলে এই অপশন অন করে সঠিক নিয়ম কানুন ফলো করে আপনি প্রথম অংশ একই রেখে me/icloud.com এর নতুন ইমেইল বানাতে পারবেন।

* Contacts: ইন্টারনেটে আপনার আইফোনের ফোন নাম্বার সেভ করে রাখার জন্য এই অপশন অন করে রাখুন। যখনি কোন নতুন নাম্বার সেভ করবেন তখনি তা আপডেট করে রাখবে। শুধু ইন্টারনেট লাগবে। যদি ইন্টারনেট না থাকে তাহলে পরে যখন ইন্টারনেট থাকবে তখন Contacts/Phone অ্যাপসে গিয়ে উপরে বামে পেঁচানো অপশন এ ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। এটা আগে থেকেই অন করা থাকে যদি অফ করতে যান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Phone Number গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Phone Number গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) তাছাড়াও Yahoo/Gmail/Other ইমেইল দিয়েও Contacts/Phone Number সেভ করা যায়।

* Calendars: আপনার আইফোনের Calendar অ্যাপসে যদি কোন কিছু সেভ করে রাখেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে এটা অন করে রাখলে। যেমন কারো জন্ম তারিখ, কোন ইভেন্ট। এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Calendar Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Calendar Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Reminders: আপনার আইফোনের Reminder অ্যাপসে যদি কোন কিছু সেভ করে রাখেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে এটা অন করে রাখলে। এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে Sync হওয়া Reminder Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে Sync হওয়া Reminder Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Safari: এটা অন থাকলে আপনার আইফোনের Safari Browser অ্যাপসে যা কিছু সেভ করে রাখবেন তা ইন্টারনেটে ব্যাকআপ করে রাখবে। যেমনঃ Bookmarks, History, Reading List. এটা যদি অফ করতে চান তাহলে দুইটা অপশন আসবে Keep on My iPhone (যার মানে আগে থাকা Safari Browser এর Information গুলো আপনার আইফোনে রাখবেন কিনা) বা Delete from My iPhone (যার মানে আগে থাকা Safari Browser এর Information গুলো আপনার আইফোন থেকে মুছে ফেলবেন কিনা) প্রয়োজন না থাকলে এটা অফ করে রাখুন।

* Notes: যদি iCloud অ্যাকাউন্টটি @me/icloud.com এর যেকোনো একটা হয় তাহলে এই অপশন অন করে Notes অ্যাপসের সকল ইনফর্মেশন ইন্টারনেটে ব্যাকআপ রাখতে পারবেন। তবে আগে থেকে সেভ করা নোট সেভ হবে না। এটা অন করার পর থেকে সেভ করা সকল নোট অ্যাপসের ইনফর্মেশন সেভ থাকবে। তাছাড়া ইয়াহু/জিমেইল/অন্য ইমেইল দিয়েও নোট সেভ করা যায়।

* Passbook: উন্নত দেশে যেসব অ্যাপস Passbook সাপোর্ট করে যেমন Airline Boarding Passes, Movie Tickets, and Gift Cards সেইসব অ্যাপসের ব্যাকআপ ইন্টারনেটে সেভ করার জন্য এই অপশন, যা iPhone or iPod touch দিয়ে স্ক্যান করে Flight এর Check In, Redeem a Coupon এবং আরও অনেক কিছু করা যায়। এটা অফ করে রাখুন। না হলে ইন্টারনেট খরচ হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

* Keychain: iOS7.0.3+ এর পর থেকে সকল সফটওয়্যার ভার্সনের জন্য নতুন অপশন যা আপনার সকল অ্যাপেল প্রোডাক্ট এই ব্যাবহার করতে পারবেন। তবে প্রথমে ভেরিফাই করে নিতে হয়। এটা মূলত পাসওয়ার্ড আর ক্রেডিট কার্ড এর তথ্য সেভ করে রাখার কাজে ব্যাবহার করতে হয়। যাদের দরকার নেই তারা এটা অফ রাখুন।

* Photos: Photo Stream & Photo Share করার অপশন অফ করে দিন, যদি দরকার না থাকে। এগুলো অন থাকলে ইন্টারনেট খরচ হবে। তবে যাদের এই ব্যাপারে ভাল আইডিয়া আছে তাদের কথা ভিন্ন। এখান থেকে ছবি iCloud এ সেভ করা যায় তবে ওয়াইফাই লাগবে। আর এক অ্যাপেল আইডি থেকে আরেক অ্যাপেল আইডির ইমেইল এ ছবি শেয়ার করা যায়, এটা করতে ফটো শেয়ার অন রাখুন।

* Documents & Data: এটা অন থাকলে ইন্টারনেট খরচ হতে থাকবে। এটা আগে থেকেই অন থাকে, তাই অফ করে রাখুন। যখন অফ করবেন একটা অপশন আসবে Turn Off Documents তাতে ক্লিক করুন। যদি অন রাখতে চান তাহলে এই অপশন থেকে যে যে অ্যাপস অন রাখবেন সেই অ্যাপসের ডকুমেন্টগুলো iCloud এ সেভ হবে। যা তেমন একটা দরকারি না। এখানে যদি Cellular Data অপশন পান তাহলে অবশ্যই অবশ্যই অফ রাখুন। তা না হলে ব্যাটারি লাইফ ও ইন্টারনেট সবই খরচ হবে।

* Find My iPhone: অ্যাপেল এর আইফোন চুরি বা হারিয়ে গেলে অন্য কেউ যাতে ব্যাবহার না করতে পারে তার জন্য আইফোনের সফটওয়্যার ভার্সন iOS7+ এ নতুন একটি অপশন রেখেছে যাকে Activation Lock বলে। এটা অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud এর Finds My iPhone এর মাধ্যমে কাজ করে। আপনার আইফোনে যখনি অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud এ সাইন ইন করবেন তখনি এটা অ্যাপেল তাদের নিজস্ব সার্ভারে সেভ করে রাখে। এটা অফ করতে চাইলে Settings > iCloud > Finds My iPhone > Off করতে হবে। কিন্তু অফ করার সময় সেই অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড লাগবে যেটা দিয়ে এটা অন করা থাকবে।

যদি সেই অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে সেই আইফোন আর কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে পারবে না আসল অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড ছাড়া। তাই নতুন আইফোন কিনার আগে Settings > iCloud > এখানে কোন অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করা থাকলে তা ডিলিট করে নিন। যদি ডিলিট না হয় তাহলে সেই আইফোন কিনবেন না।

যদি কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে চান তাহলে আগে দেখে নিন Settings > iCloud > এখানে যে অ্যাপেল আইডি দিয়ে Finds My iPhone অন করা তার পাসওয়ার্ড জানেন কিনা। না জানলে কিন্তু সেই আইফোন রিস্টোর করতে যাবেন না।

এই সমস্যার কারনে অনেক অনেক আইফোন এখন ব্যাবহার অনুপযোগী হয়ে গেছে। এখন পর্যন্ত এর কোন ByPass সমাধান বের হয় নাই। ভবিষ্যতে বের হবে কিনা তাও কারো জানা নাই। এরকম থাকলে বর্তমানে সেই আইফোনের মাদারবোর্ড ছাড়া বাকি অংশ অন্য আইফোনে পার্টস হিসেবে ব্যাবহার করতে পারবেন।

যদি আপনার আইফোনের ভার্সন iOS6 বা তার নিচে হয় তাহলে এরকম কোন সমস্যা নাই। আইফোন অন করার সময় যদি অ্যাপেল এর লোগোটা মাঝখানে কাটা থাকে তাহলে সেটা iOS6 বা তার নিচের সফটওয়্যার ভার্সন। এরকম হলে আপনি সফটওয়্যার রিস্টোর বা আপডেট দিয়ে আবার সেই আইফোন ঠিক করতে পারবেন যদি আইফোন ডিসেবল বা পাসওয়ার্ড লক থাকে।

রিস্টোর বা আপডেট দেবার আগে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে আরও বিস্তারিত দেয়া আছে।

* Storage & Backup: এটা দিয়ে ইন্টারনেটে আপনার আইফোনের Camera Roll, Accounts, Documents & Settings সেভ করা যায়, তবে ওয়াইফাই লাগবে। যদি কেউ পিসিতে আইটুনস দিয়ে ম্যানুয়ালি ব্যাকআপ করতে চান তাহলে অবশ্যই iCloud Backup অফ রাখুন। আর অ্যাপেল ৫জিবি পর্যন্ত ফ্রী ব্যাকআপ রাখার সুযোগ দেয় তারপর কিনে নিতে হবে। খুব দরকার না থাকলে এটা অফ করে রাখুন।


No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. free apple id - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger