আপনার আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস
আপনার আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস
আপনি নতুন আইওএস, অথবা একটি নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড, বা একটি ছবির নিতে চান হঠাৎ আপনি আপনার ফোনের মধ্যে মেমরি কম আছে এই সতর্কবার্তা পেলেন এবং তারপর আপনি কি করবেন?
১। হোম পর্দায় বন্ধ এপস
আপনি হোম বাটন চাপুন এবং হোম পর্দায় ফিরে যাওয়ার পরেও আপনার অ্যাপ্লিকেশন এখনও যদি হোম স্ক্রীন এ চলমান থাকে, তাহলে হোম বাটন ট্যাঁপ করুন যতক্ষণ না সকল ওপেন আপ্পস দেখা যায়ে। তারপর সওাইপ করে ক্লোজ করুন।
২। টেক্সট ডিলিট করুন
যেহেতু আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই অপ্রয়োজনীয় টেক্সট ডিলিট করুন।
৩। অপ্রয়োজনীয় গান ডিলিট করুন
অপ্রয়োজনীয় গান যা আপনি শুনেন না টা আইফোনের ইউনিফাইড স্টোরেজের অনেক স্টোরেজ দখল করে থাকে। তাই অপ্রয়োজনীয় গান ডিলিট করুন।
৪। ভোয়েস মেইল ডিলিট করুন
টেক্সট ও গানের মত ভোয়েস মেইল অনেক স্পেস দখল করে থাকে। তাই ভোয়েস মেইল থাকলে তা ডিলিট করুন।
৫। ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন
যদি আপনার অনেক ছবি থাকে তাহলে ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন অবশ্যই।
৬। অকাজের আপ্পস ডিলিট করুন
আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই যে সকল আপ্পস আপনি ব্যবহার করেন না তা অবশ্যই ডিলিট করুন। আপ্পসটির উপর কিছুক্ষণ প্রেস করে ধরুন তাহলে “x” মার্ক দেখা যাবে আপসটির উপর। এইবার “x” মার্কটির উপর প্রেস করলে আপ্পসটি ডিলিট হয়ে যাবে।
৭। স্টোরেজ সঞ্চয় করে এমন আপ্পস ব্যবহার করুন
অনলইন স্টোরেজ ড্রপবক্স, গুগল ড্রাইভ, গুগল ফটোস, আইক্লাউড ড্রাইভ ব্যবহার করে ফোনের স্টোরেজ সেভ করা যায়ে।
৮। সাফারির ট্যাব গুল ক্লোজ করুন
প্রতিবার সাফারির পেজ ওপেন হয় নিউ ট্যাবে। সেগুল ওপেন থাকলে ম্যানুয়ালি ক্লোজ করুন।
৯। আপনার ফোন ব্যাকআপ করুন
আপনি যদি সবচয়ে বেশি স্পেস পেতে চান তাহলে রেগুলার ইউএসবি দিয়ে পিসি/ল্যাপটপ দিয়ে আইটিউনে কানেকট করে আপনার ফোন ব্যাকআপ করুন।
...............................................................................................................................................
Free Apple IDভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।
আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন,
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.
ফেসবুকে আমাকে অনুসরণ করুন:
Thank you.
Post a Comment