এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!
এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লিখতে বসলাম।
আমি ব্যক্তিগতভাবে গান শুনতে পছন্দ করি। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু জীবন এখন এত্ত ব্যস্ত হয়ে গেছে যে আলাদাভাবে সময় বের করে গান শোনা অনেকটাই মুশকিল। তো যারা আমার মতো চলতি পথে গান শুনতে চান, কিংবা সর্বশেষ সংবাদ জেনে নিজেকে আপডেট রাখতে চান তাদের জন্য মোবাইল ফোনই ভরসা।
আমি আজ আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপ-এর নাম বলবো যেখানে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রেডিওই শুনতে পাবেন। অ্যাপটিতে রয়েছে ৮৫টিরও বেশি বাংলা রেডিও। মাত্র কয়েক মেগাবাইটের এই অ্যাপটি আপনার iPhone-এ ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ আপডেট শুনতে পারবেন। আমি নিজেও ডাউনলোড করেছি। অ্যাপটি অল্প ইন্টারনেট খরচেও আপনি ব্যবহার করতে পারবেন।
অ্যাপটিতে বিবিসি বাংলা, ভয়েস অব অামেরিকা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এবিসি রেডিও, রেডিও ফুর্তি, রেডিও টুডেসহ বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে থেকে প্রচারিত সকল বাংলা রেডিও যুক্ত হয়েছে।
তাহলে আপনার প্রিয় iPhone-এ এখনই ডাউনলোড করে নিন বাংলা রেডিও (Bangla-Radio)। ডাউনলোড লিঙ্ক : https://itunes.apple.com/us/app/bangla-radio/id1058803452?mt=8
আপনি ক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলে রেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী।
ব্যক্তিগত সমস্যা? প্রেম-ভালবাসা আর মন দেওয়া-নেওয়ার নানান সংকটে থাকলে একটু ঘুরে আসুন রেডিও চ্যানেলের লিস্টটি। পেয়ে যাবেন মনের মতো রেডিও চ্যানেল। কারণ অনেক চ্যানেলই এখন এ বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে।
সত্যি কথা বলতে কি, আপনার অবসরের সঙ্গী হতে পারে এই অ্যাপটি। মোবাইল থেকে বন্ধু কিংবা বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাট করছেন? তো চলতে থাকুক রোমান্টিক কোনো একটি গান। ট্রাফিক জ্যামে আটকে আছেন? কোন্ দিকে জ্যাম কম তা জানতেও সাহায্য করতে পারে এই অ্যাপটি। কারণ প্রায় রেডিওই লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকে।
................................................................................................................................................
Free Apple IDভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user'দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।
আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন,
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.
ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431
Thank you.
Post a Comment